Silliguri: নদীর চর বিক্রি! সাহু নদীর গতিপথ বদলাতে লোহার সেতু

Bangla Digital Desk | News18 Bangla | 11:42:05 PM IST Apr 22, 2022

নদীর চর দখল করে বিক্রির ছক কষেছিল বেশ কয়েকজন জমি মাফিয়া। শিলিগুড়ি লাগোয়া ডাবগ্রামের ঠাকুরনগরের ঘটনা। ওই এলাকায় জমি মাফিয়ারা যে সক্রিয়, সে অভিযোগ দীর্ঘদিনের। এবারে তাদের নজরে সাহু নদী। সাহু নদীর চর দখল করে তা বিক্রি করার পরিকল্পনা নেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। আর এজন্যে নদীর গতিপথ পরিবর্তন করে নদীর ওপর গড়ে তোলা হয় লোহার সেতু! কয়েক লাখ টাকা খরচ করে তৈরি করা হয় ওই সেতু। লোহার সেতু হলে যাতায়াতের সুবিধে হবে। এতে জমির দামও চড়বে। এভাবেই সরকারি জমি দখলের প্রক্রিয়া চলছিল।

লেটেস্ট ভিডিও