Bikaner express accident : তিন মাসের মেয়ের সঙ্গে দেখা হল না বাবার, দুর্ঘটনায় সব শেষ, দেখুন ভিডিও

Bangla Digital Desk | News18 Bangla | 05:47:28 PM IST Jan 14, 2022

তিন মাসের মেয়েকে প্রথমবার সামনে থেকে দেখবেন৷ সেই আশা নিয়েই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কোচবিহারের বাসিন্দা সুভাষ রায় (৩৮)৷ কিন্তু সেই আশা অপূর্ণই থেকে গেল সুভাষবাবুর৷ কারণ ময়নাগুড়িতে লাইনচ্যুত হওয়া বিকানের এক্সপ্রেসের (Bikaner express accident ) মৃত ৯ জন যাত্রীর মধ্যে নাম রয়েছে তাঁরও৷

লেটেস্ট ভিডিও