West Bengal Weather Update || উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

Bangla Digital Desk | News18 Bangla | 12:26:44 PM IST Jun 26, 2022

উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির আশঙ্কা। রবিবার থেকে মঙ্গলবার প্রবল বৃষ্টি কোচবিহার এবং আলিপুরদুয়ারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের অন্য জেলাতেও। দক্ষিণবঙ্গে দুর্বল বর্ষা। আগামী চার দিন ভারী বৃষ্টি বা একটানা বৃষ্টির সম্ভাবনা নেই।

বৃষ্টি বাড়ছে উত্তরবঙ্গে। আজ ও কাল ভারী বৃষ্টির সম্ভাবনা উপরের পাঁচ জেলায়। রবিবার থেকে মঙ্গলবার এর মধ্যে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কোচবিহার এবং আলিপুরদুয়ারে। কোথাও কোথাও ফ্ল্যাশরেইন বা অল্প সময় আচমকা প্রবল বৃষ্টি। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি জেলাতেও। দার্জিলিং কালিম্পং জেলা থেকেও ভারী বৃষ্টির পূর্বাভাস। মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর বিদ্যাসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

লেটেস্ট ভিডিও