North Bengal Train accident : উত্তরবঙ্গ ট্রেন দুর্ঘটনায় জারি উদ্ধারাকাজ! আলো কমে আসায় বাড়ছে দুশ্চিন্তা

Bangla Digital Desk | News18 Bangla | 07:40:29 PM IST Jan 13, 2022

উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ময়নাগুড়িতে লাইনচ্যুত Bikaner Express। উদ্ধারকাজ জারি তবে আলো কমে যাওয়ায় বাড়ছে দুশ্চিন্তা! এলাকার ভৌগোলিক অবস্থান কঠিন, হাসপাতাল আসা-যাওয়ার কাজও অন্ধকারে বিপজ্জনক। তাই উদ্ধারকার্যে দুশ্চিন্তা বাড়ছে।

লেটেস্ট ভিডিও