পরিবেশ বাঁচাতে গাছের ভূমিকা তুলে ধরতে উদ্যোগী এক স্বেচ্ছাবেসী সংগঠন

Bangla Editor | News18 Bangla | 01:26:10 PM IST Jul 24, 2019

অনুরোধে কাজ হলে ভাল। না হলে প্রশাসনই কানমোলা দিক জনতাকে। বলছেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। রাজনীতির তরজা নয়, পরিবেশ রক্ষায় দায়বদ্ধতার  হাল দেখেই আক্ষেপ অভিনেতার। শুধু গাছ লাগানো নয়, গাছের পরিচর্চা ছাড়া পরিবেশ বাঁচানো সম্ভব নয় - এনিয়ে সচেতনা তৈরিতেই উদ্যোগী শিলিগুড়ির   স্বেচ্ছাসেবী সংগঠন।

লেটেস্ট ভিডিও