Video: #EgiyeBangla: তৈরি হল মডেল ভিলেজ, আশ্রয়হীনদের হাতে তুলে দেওয়া হল নতুন বাড়ির চাবি

Bangla Editor | News18 Bangla | 11:44:00 AM IST Sep 19, 2018

নিজেদের জন্য শুধু একটা বাড়ি নয়। গোটা একটা গ্রাম। উত্তর দিনাজপুরে গোয়ালপোখর ব্লকের কাঁঠালবাড়িতে তৈরি হয়েছে মডেল ভিলেজ। রাজ্য সরকারের নিজ ভূমি নিজ গৃহ প্রকল্পে ঘর পেয়েছেন গৃহহীনরা। আলাদা জায়গা চিহ্নিত করে তৈরি হয়েছে মডেল গ্রাম। নতুন করে বাঁচছে ৫১টি পরিবার। উত্তর দিনাজপুরের গোয়ালপোখর ব্লকে এরকম বহু মানুষ ছিলেন যাঁদের নুন আনতে পান্তা ফুরোয়। স্বামী হয়ত কাজের সন্ধানে ভিনরাজ্যে। তিনি টাকা পাঠালে তবেই পেটে ভাত পড়ত স্ত্রী-সন্তানের। অভাবী মানুষদের নিজেদের বাড়ি তৈরির সামর্থ্য ছিল না। এঁদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। কাঁঠালবাড়ি গ্রামে জমি চিহ্নিত করে কয়েকটি দুঃস্থ পরিবারকে বাড়ির চাবি তুলে দেওয়া হয়েছে। জমির পাট্টাও পেয়েছেন ভিটেমাটি-হীনরা। তৈরি হয়েছে মডেল ভিলেজ।

লেটেস্ট ভিডিও