Jalpaiguri: পেটে ব্যথায় কাবু ষাঁড়, থানা থেকে নিয়ে আসা হল মেটাল ডিটেক্টর! দেখুন ভিডিও

Bangla Editor | News18 Bangla | 09:13:45 PM IST Jun 29, 2021

পেটে ব্যথায় কাবু ষাঁড়৷ পশু চিকিৎসকের সন্দেহ, কোনও ভাবে খাবারের সঙ্গে লোহা বা ধাতব কিছু চলে গিয়েছে প্রাণীটির শরীরে৷ তার ফলেই মুখ দিয়ে রস এবং লালা বেরোচ্ছে ষাঁড়টির৷ শরীরের ভিতরে সত্যিই ধাতব কিছু আটকে আছে কি না, তা পরীক্ষা করে দেখতে এর পর থানা থেকে মেটাল ডিটেক্টর নিয়ে এসে ষাঁড়টিকে পরীক্ষা করা হয়৷ এমনই ঘটনা ঘটেছে জলপাইগুড়ির ধুপগুড়িতে৷

লেটেস্ট ভিডিও