Siliguri News: সাত সকালে শিলিগুড়িতে ধরা পড়ল চিতা বাঘ, দেখুন ভিডিও

Bangla Digital Desk | News18 Bangla | 11:44:40 AM IST Jan 30, 2023

সাতসকালে শিলিগুড়ি শহরে খাঁচাবন্দি লেপার্ড। গত ১০-১৫ দিন ধরে এলাকায় ঘাঁটি গেড়েছিল লেপার্ডটি৷ তার পর থেকে বন কর্মীরা তল্লাশি চালিয়েও বাগে আনতে পারেনি তাকে৷ চার দিন আগে লেপার্ডটিকে ধরতে খাঁচা পাতা হয়। আজ সকালে খাঁচাবন্দী হয় চিতা বাঘটি। জংশনের ডিজেল শেডের জঙ্গলেই ঘাঁপটি মেরে ছিল চিতা বাঘটি। প্রথমে বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যাওয়া হয় চিতা বাঘটিকে। প্রাথমিক চিকিৎসার পর বন দফতরের কর্তাদের নির্দেশ মতো সেটিকে জঙ্গলে ছাড়া হবে।

লেটেস্ট ভিডিও