Heavy rain & landslide video: একটানা বৃষ্টির জেরে পাহাড়ে ধস! মামখোলার দুর্ঘটনায় মৃত ২, নিখোঁজ ৩

Bangla Editor | News18 Bangla | 10:22:24 PM IST Jul 30, 2021

এক নাগাড়ে বৃষ্টির কারণে জলমগ্ন বাংলা। পাহাড়ের বেশ কিছু জায়গায় ধস নেমেছে। সেবকে মামখোলায় ধস নেমে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। আহত হয়েছেন ২ জন। এছাড়া নিখোঁজ ৩ জন। এক নাগাড়ে বৃষ্টির জন্যই ধস নামে কালিম্পং এ। রংপো সীমান্তেও ধস নামে। ১০ নম্বর জাতীয় সড়কের পাঁচ জায়গায় ধস নামে।

লেটেস্ট ভিডিও