International Tea Day : চা দিবস! শিলিগুড়িতে পথচলতি মানুষকে চা খাইয়ে অভিনব উপায়ে উদযাপন

Bangla Digital Desk | News18 Bangla | 10:38:28 PM IST May 21, 2023

গরমে যতই পুড়ুক বঙ্গ। বাঙালির গরম চা চাইই। বাঙালির চায়ের কাপে তুফান। আড্ডার ঠেকে ঝড়। ঘুম ভেঙে, অফিসের ব্রেকে, সন্ধের ডেটিংয়ে, কাজের শেষে এক কাপ চা তো চাই চাই। আজ সেই চায়ের দিন। প্রতি বছর একুশে মে International Tea Day পালিত হয়। আর উত্তরবঙ্গ মানেই চোখে ভেসে ওঠে সবুজ চা-বাগান।

লেটেস্ট ভিডিও