প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট হুসেন মহম্মদ এরশাদ। ওপারে যিনি এরশাদ, এপারে তিনিই পেয়ারা। দেশভাগের পর পাকিস্তানে চলে যান এরশাদ। পরে ১৯৮৩ সালে বাংলাদেশের প্রেসিডেন্ট হন তিনি। শিকড়ের টান থেকে গেছে এপারে। কোচবিহারে থেকে গেছেন তাঁর ভাই, পরিবার। পেয়ারাদার মৃত্যুর খবরে রবিবার তাঁদের চোখে জল।