Video: #Egiye Bangla: শিক্ষক নিয়োগ শুরু, আগামী বছরেই পূর্ণঙ্গ রূপ পেতে চলছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ

Bangla Editor | News18 Bangla | 12:01:19 PM IST Dec 01, 2018

উত্তর দিনাজপুরের রায়গঞ্জে শুরু হয়েছে মেডিক্যাল কলেজ তৈরির কাজ। রায়গঞ্জ জেলা হাসপাতালের জমিতেই তৈরি হচ্ছে মেডিক্যাল কলেজ। ইতিমধ্যেই রায়গঞ্জ জেলা সদর হাসপাতালের নাম বদলে হয়েছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ। আগামী বছর থেকেই মেডিক্যাল কলেজে পড়াশোনা শুরু হয়ে যাবে বলে আশাবাদী জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। বাম সরকারের আমলে জমিজটে আটকে যায় এইমস তৈরির কাজ। উত্তর দিনাজপুরের মানুষ যাতে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত না হন, তাই রায়গঞ্জে ইতিমধ্যেই তৈরি হয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল। এবার অবশ্য চিকিৎসা পরিষেবায় আরও একধাপ এগোল রায়গঞ্জ। রায়গঞ্জেই তৈরি হচ্ছে মেডিক্যাল কলেজ। রায়গঞ্জ জেলা হাসপাতালের জমিতেই তৈরি হচ্ছে এই মেডিক্যাল কলেজ। ইতিমধ্যেই রায়গঞ্জ জেলা সদর হাসপাতালের নাম বদলে হয়েছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ।

লেটেস্ট ভিডিও