corona virus btn
corona virus btn
Loading

কীটনাশক খেয়ে অসুস্থ গোখরো, শরণ নিলেন মহাদেবের, শিবলিঙ্গ আঁকড়ে কাটল ৩ দিন, দেখুন ভিডিও

Bangla Editor | News18 Bangla | 08:53:32 PM IST Sep 10, 2020

এ ছবি দেখে অনেকেই ভক্তিতে ভেসে যান। শিবলিঙ্গে সাপ। গোখরো। প্রথমে পুজো। তারপরে দুধ-কলা নৈবেদ্য। কিন্তু, গোখরো কিছুই মুখে তোলেনি ৷ জলপাইগুড়ির বেলাকোবা গ্রাম। স্থানীয় বিনয় রায়ের বাড়ির উঠোনে শিবলিঙ্গে গত তিনদিন ধরে বিষাক্ত গোখরো। খবর যায় পরিবেশপ্রেমীদের কাছে। এরপরেই আসল ঘটনা সামনে আসে। কীটনাশক খেয়ে অসুস্থ গোখরো। তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। প্রাথমিক চিকিৎসার পর সামান্য সুস্থ হয় প্রায় পাঁচ ফুটের গোখরো। তারপর তাকে ঘরে ফেরানোর ব্যবস্থা করা হয় ৷

লেটেস্ট ভিডিও