হাড়হিম ঘটনা! বাড়ির মেঝে খুঁড়ে উদ্ধার একই পরিবারের ৪ সদস্যের দেহ

Bangla Editor | News18 Bangla | 12:30:16 AM IST Jun 20, 2021

হাড়হিম ঘটনা বললেও হয়তো কম বলা হবে। একই পরিবারের চারজন খুন। আর পরিবারের চারজন সদস্যকে খুন করে বাড়িতেই পুঁতে রাখল বাড়ির ছোট ছেলে। অনেকেরই দাবি, বাড়ির ছোট ছেলে বেশ কয়েকদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিল। কারও সঙ্গে তার সেভাবে মেলামেশা ছিল না। মালদহের এই ঘটনা গোটা রাজ্যে সাড়া ফেলে দিয়েছে। ছেলেটি বাড়ির চারজনকে খুন করে বাড়িতেই পুঁতে রেখেছিল। বাড়িতে পরিচারিকাকে আসতে দেয়নি। এমনকী পাড়া-পড়শিদের সে জানিয়েছিল, বাড়ির চারজন সদস্য কিছুদিনের জন্য ঘুরতে গিয়েছে। অনলাইনে খাবার অর্ডার দিত সে। তবে কয়েকদিন ধরেই পড়শিদের সন্দেহ হয়। এর পর আসল রহস্যের উদঘাটন।

লেটেস্ট ভিডিও