Dooars News: মূর্তি নদিতে ভেসে যাচ্ছিল হাতির ছানা, তারপর যা হল চক্ষু চড়কগাছ!

Bangla Digital Desk | News18 Bangla | 06:56:07 AM IST Aug 02, 2022

#জলপাইগুড়ি: ডুয়ার্সের মেটেলি ব্লকের মুর্তি নদীতে ভেসে এল মাস খানেক বয়সি হস্তি শাবক। এতেই চাঞ্চল্য ছড়াল পানঝোড়া এলাকায়। পরে শাবকটিকে উদ্ধার করে দলে ফেরানোর চেষ্টা করছে বন কর্মীরা। জানা গেছে, পানঝোড়া বস্তি এলাকার মানুষজন দেখতে পান একটি হস্তিশাবক মূর্তি নদীর জলে ভেসে যাচ্ছে। কিছক্ষনের মধ্যে ওই এলাকায় মানুষের ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বনবিভাগের চালসা রেঞ্জ ও খুনিয়া স্কোয়ার্ডের কর্মীরা।

লেটেস্ট ভিডিও