Coronation Bridge: ঐতিহ্যবাহী করোনেশন ব্রিজের পাশে নতুন সেতু, সবুজ সঙ্কেত কেন্দ্রের

Bangla Digital Desk | News18 Bangla | 12:54:27 AM IST Sep 13, 2021

বয়সের ভারে দুর্বল, শিলিগুড়ির ঐতিহ্যবাহী Coronation Bridge-এর চাপ কমানোর সিদ্ধান্ত সরকারের। করোনেশন ব্রিজের পাশেই তৈরি হবে বিকল্প সেতু। সবুজ সঙ্কেত কেন্দ্রের। বরাদ্দ প্রায় হাজার কোটি টাকা। করোনেশন ব্রিজ দিয়ে রোজ কয়েকশো গাড়ি যাতায়াত করে। ১০ টনের বেশি ভারি যান চলাচল বারণ রয়েছে করোনেশন ব্রিজে। তবে বয়সের ভারে এই ব্রিজ আগের থেকে দুর্বল হয়েছে। করোনেশন ব্রিজের পাশে এবার ১.৩৪ কিমি লম্বা নতুন ব্রিজ হবে।

লেটেস্ট ভিডিও