Bangla video : মগডালে চিতাবাঘ, ঘুম ছুটেছে বাসিন্দাদের! কোথায় ঘটল এমন কাণ্ড? দেখুন ভিডিও

Bangla Digital Desk | News18 Bangla | 01:16:27 PM IST Feb 20, 2022

মগডালে লেপার্ড! ইন্দো-নেপাল সীমান্ত লাগোয়া মেচী নদীর পাশের ঘটনা! ঘুম ভাঙতেই স্থানীয়দের চক্ষু চড়ক গাছ! গা শিউরে ওঠে। নকশালবাড়ির ঘুঘুঝোড়া এলাকায় চিতাবাঘ নিয়ে আতঙ্ক ছড়ায়! কেননা সাম্প্রতিককালে এমন ঘটনার সাক্ষী হয়নি শিলিগুড়ি। পাশেই টুকুরিয়া জঙ্গল। চা বাগান। চিতাবাঘের আনাগোনা কম নয়। ওপারে নেপালের কাঁকড়ভিটা। কিন্তু এক্কেবারে মগডালে বাঘ মামা, সেটা কে জানতো! রবিবাসরীয় সকালটা চিতা নিয়েই কেটে যায় সীমান্ত লাগোয়া এলাকায়। খবর যায় বন দপ্তরে।

লেটেস্ট ভিডিও