BJP Vs TMC: বিধানসভায় সাসপেন্ড শুভেন্দু অধিকারী সহ পাঁচ বিজেপি বিধায়ক, এসএসকেএম-এ ভর্তি তৃণমূল বিধায়ক

Bangla Digital Desk | News18 Bangla | 10:43:55 PM IST Mar 28, 2022

বিধানসভায় বেনজির কাণ্ড (BJP Vs TMC)। রীতিমতো মারপিটে জড়িয়ে গেলেন বিজেপি-তৃণমূল বিধায়করা। বগটুই-কাণ্ডকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল পশ্চিমবঙ্গ বিধানসভা। সোমবারও বগটুই কাণ্ডে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। আর তখনই তৃণমূল বিধায়কদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিজেপি বিধায়করা। এরপরই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ পাঁচ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়। জানা গিয়েছে, দু পক্ষের মধ্যে হাতাহাতি, চড়, কিল, ঘুষিও চলতে থাকে। নাক ফাটে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

লেটেস্ট ভিডিও