Amit Shah: করোনা কমলেই কার্যকর সিএএ, কিছুই করতে পারবেন না দিদি, উত্তরবঙ্গে অমিত শাহ

Bangla Digital Desk | News18 Bangla | 08:13:01 PM IST May 05, 2022

#শিলিগুড়ি: ফের সিএএ নিয়ে মন্তব্য করলেন অমিত শাহ। বৃহস্পতিবার উত্তরবঙ্গে একটি জনসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই তিনি সিএএ প্রসঙ্গ তোলেন। অমিত শাহ জোরের সঙ্গে বলেন, এক বার করোনা প্রকোপ কমলেই সিএএ কার্যকর করা হবে। শাহ বলেন, "করোনা কালের পরেই কার্যকর করা হবে সিএএ। আপনি তখন কিছুই করতে পারবেন না দিদি। সিএএ নিয়ে তৃণমূল মিথ্যাচার করছে৷ করোনা শেষ হলেই সিএএ আসবে, বলে গেলাম। অনুপ্রবেশকারী পক্ষে মমতা, শরণার্থীদের নাগরিকত্ব আমরা দেবই।"

লেটেস্ট ভিডিও