রাজ্যে থেকে রোজগার হবে তো? ঘরের ফেরার স্বস্তির মাঝে চিন্তা কাশ্মীরের বাঙালি শ্রমিকদের

Bangla Editor | News18 Bangla | 09:25:06 PM IST Nov 06, 2019

সংসার টানতে কাশ্মীর পাড়ি দিয়েছিলেন। একটু সুখের সন্ধানে। সেই সুখ এখন অ-সুখ। আতঙ্ক সঙ্গী করেই ঘরে ফিরে এসেছেন রাজ্যের 133 জন শ্রমিক। স্বস্তির মধ্যেও অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় ঘুম উড়েছে শ্রমিক পরিবারের।

লেটেস্ট ভিডিও