এসএলএসটি ২০১৮ সালের ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন ওয়েটিং চাকরিপ্রার্থীদের ডেপুটেশন জমা

Bangla Digital Desk | News18 Bangla | 01:19:33 PM IST Nov 17, 2021

উত্তর ২৪ পরগনা : এসএলএসটি ২০১৮ সালের ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন ওয়েটিং ক্যান্ডিডেটের প্রায় ৬০ জন এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে তার বাড়ির সামনে যান। তাদের উদ্দেশ্য ছিল দীর্ঘদিন ধরে চাকরি না পেয়ে হতাশায় ভুগছেন তারা। তাই তারা চেয়েছিলাম একটি ডেপুটেশন জমা দিতে। কিন্তু সেই সময় লেকটাউন থানার পুলিশকর্মীরা তাদেরকে আটকে দেয় এবং লেকটাউন থানার নিয়ে আসে। তারপরই শুরু হয় লেকটাউন থানার সামনে বিক্ষোভ। তাদের অভিযোগ, তারা একাধিক বার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম কিন্তু আটকে দেওয়া হয়েছে। আজো তাদের কে আটকে দেওয়ার জন্যই তারা এই বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছেন বলে জানান তারা।

লেটেস্ট ভিডিও