বারাসত উত্তর ২৪ পরগনা : বারাসত কাজিপাড়ার এক বাসিন্দার লটারিতে এক কোটি টাকার পুরস্কার বাধে। তবে টিকিট হারিয়ে ফেলে,বারাসত থানায় অভিযোগ জানায়।বারাসত কাজিপাড়া পুইপুকুরের বাসিন্দা কমল কৃষ্ণ অধিকারি লটারির টিকিট কাটে কেষ্টপুর এলাকা থেকে গতকাল। বৃহস্পতিবার সকালে কাজিপাড়া এলাকায় পরিচিত একটি লটারির দোকানে গিয়ে মেলাতে গেলে দোকানদার রতন সেন জানায় তার কাছে যতগুলো টিকিট আছে তার একটাতেও কোন পুরস্কার বাধেনি।তারপর কমল বাবু চলে যায় ওই দোকানেই লটারির টিকিট রেখে।পরবর্তীতে যার কাছে থেকে লটারির,টিকিট কিনেছিল সে ফোন করে জানায় তার টিকিটে প্রধম পুরস্কার এক কোটি টাকা বেধেছে, কমল বাবু তড়িঘড়ি কাজিপাড়ায় রতন সেন এর লটারির দোকানে গিয়ে টিকিট চাইলে সব টিকিট পাওয়া গেলেও প্রথম পুরস্কারের টিকিট পাওয়া যায় না। এরপরেই কমল বাবুর সন্দেহ হয় ওই দোকানদার রতন সেনের উপরে।রতন সেন কে নিয়ে বারাসত থানায় আসেন কমল কৃষ্ণ অধিকারির।রতন সেন এর বক্তব্য তিনি যেই টিকিটে পুরস্কার বাধেন না সেই সব টিকিটি তিনি একটা বাসকেটের মধ্যেই ফেলে,সেখানে সব টিকিট পাওয়া গেলেও কমল কৃষ্ণ অধিকারির প্রথম পুরস্কারের টিকিট পায়নি।বারাসত থানায় গোটা ঘটনার কথা জানায়।তদন্তে বারাসত থানার পুলিশ।