Barrackpore-Ranaghat Lalgola Train- ব্যারাকপুর-রানাঘাট-লালগোলা স্পেশাল ট্রেনের শুভ সুচনায় সাংসদ অর্জুন সিং

Bangla Digital Desk | News18 Bangla | 04:31:50 PM IST Dec 29, 2021

ব্যারাকপুর, উত্তর ২৪ পরগনা : নতুন শক্তি সাশ্রয়কারী বর্ধিত বৈশিষ্ট্য যুক্ত তিন ফেজ মেমু রেক-এর অন্তর্ভুক্তি উপলক্ষে ব্যারাকপুর-রানাঘাট-লালগোলা স্পেশাল ট্রেনের শুভ সুচনা করলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং ও রানাঘাট কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। অত্যাধুনিক এই নতুন ট্রেনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা, শিয়ালদহের ডি আর এম এস পি সিং, শিয়ালদহের অতিরিক্ত ডি আর এম প্রয়দর্শী। এইদিন শিয়ালদহের ডি আর এম এস পি সিং বলেন, এই ধরনের মেমু ট্রেনের ফলে রেলের সাশ্রয় অনেক বাড়বে। প্রতি কামরায় সিসিটিভি ক্যামেরা ছাড়াও কড়া নিরাপত্তা বেষ্টনী রয়েছে। রেলের জবরদখল জমি উদ্ধার করে ব্যবসায়িক কেন্দ্র গড়ে তুলে বেকারী দূরীকরণ করা সম্ভব। সাংসদের অভিযোগ, রেলের জমি দখল করে লুটেপুটে খাচ্ছে শাসক দলের লোকজন।

লেটেস্ট ভিডিও