Bangla News: বারাসতের গেস্ট হাউসে গুজরাটের এক ব্যক্তির মৃত্যুতে চাঞ্চল্য

Bangla Digital Desk | News18 Bangla | 06:23:17 PM IST Nov 08, 2021

বারাসত, উত্তর ২৪ পরগনা : বারাসত বড়বাজার এলাকায় এক গেস্ট হাউজে গুজরাটের এক ব্যক্তির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো সোমবার সকালে।বারাসত থানার পুলিশ গিয়ে দরজা ভেঙে অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।বারাসত বড়বাজার এলাকায় সোনালী গেস্ট হাউজে গত ৬ তারিখ গুজরাটের সুরাটের বাসিন্দা, নাম মহেশ কুমার রামপ্রসাদ আগারওয়াল,বয়স ৫৩,একাই এসেছিল ব্যাবসার কারণে। গেস্ট হাউসে ঢোকার পর থেকে আর বের হয়নি তিনি। দুদিন থাকবে বলেছিল,সেইমত রুম ভাড়া অগ্রিম দিয়ে দেয়।প্রতিদিন রাতে গেস্ট হাউজের কর্মীরা ওই ব্যক্তিকে ডেকে জানতে চায়,তার কিছু লাগবে কি না, কিন্তু সেই ব্যক্তি বলে তার কাছে জল সহ খাবার মজুত আছে,কিছু লাগবে না,একই ভাবে ৭ তারিখ রাতেও জানোট চাওয়া,এবং একই উত্তর।আজ সকাল ৭টার সময় তার চেক আউট করার কথা ছিল,সেইমত যখন তিনি বের হচ্ছেন না,তখন গেস্ট হাউজের কর্মীরা ডাকাডাকি করতে আর কোন সাড়াশব্দ পাওয়া যায়না। দরজা ধাক্কা দিয়েও যখন কোন শব্দ পাওয়া যায়না,তখন বারাসত থানার জানানো হয়,পুলিশ এসে দরজা ভেঙে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হলে,হাসপাতালে ঢোকার মুখেই তার মৃত্যু হয়।হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বারাসত থানার পুলিশ। হৃদয়পুর, উত্তর ২৪ পরগনা : কালীপুজোর থিম দুয়ারে সরকার,মমতা বন্দ্যোপাধ্যায় মন্ডপের প্রবেশ পথেই বিশ্ববাংলা গেটের তলায় দশ হাতে দাঁড়িয়ে দশটি প্রকল্প নিয়ে,যা দেখে দর্শনার্থীদের নজর কেড়েছে। হৃদয়পুর ফ্রেন্ড সার্কেলের কালীপুজোর থিমে ২৭ তম বর্ষে তুলে ধরা হল দুয়ারে সরকার। রাজ্য সরকারের দুয়ারে সরকারে যেকটি প্রকল্পের উপকার পেয়েছে সাধারণ মানুষ,সেই সব প্রকল্প তুলে ধরা হয়ে মন্ডপের থিমে। হৃদয়পুর স্টেশন রোডে বিশালাকার লাইটের গেট তৈরি করা হয়েছে,সেই গেটে রাজ্য সরকারের প্রতিটি প্রকল্প দেখানো হয়েছে লাইটিং এর মাধ্যমে। মন্ডপের সামনেই বিশ্ববাংলা লেখা গেট,সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল তৈরি করা হয়েছে,এবং সেখানে দশ হাতে দশটি প্রকল্প নিয়ে দাঁড়িয়ে আছে মুখ্যমন্ত্রীর আদলে মডেল।একসাথে একাধিক দর্শনার্থীদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না,কোভিড গাইডলাইন মেনে মাক্স,স্যানিটাইজা এবং সামাজিক দুরত্ব মেনে দর্শনার্থীদের মন্ডপ সহ প্রতিমা দর্শন করার অনুমতি দেওয়া হচ্ছে বলে জানান পুজো উদ্যোক্তারা।

লেটেস্ট ভিডিও