South 24 Parganas: আইসি-র বদলি চলবে না, ক্যানিংয়ে পথ অবরোধ করে বিক্ষোভ মহিলাদের, দেখুন ভিডিও

Bangla Editor | News18 Bangla | 09:46:21 PM IST Jun 29, 2021

বদলি করা যাবে না থানার আইসি-কে৷ এই দাবিতেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন মহিলারা৷ এমনই ঘটনা ঘটল ক্যানিংয়ে৷ বিক্ষোভকারী মহিলাদের দাবি, ক্যানিং থানার আইসি আতিবুর রহমানের জন্যই তাঁরা সুরক্ষিত ছিলেন৷ তাই আইসি-কে বদলি করা চলবে না৷ শেষ পর্যন্ত, আইসি আতিবুর রহমান নিজে হাত জোড় করে বিক্ষোভকারীদের ফিরে যেতে অনুরোধ করেন৷

লেটেস্ট ভিডিও