#WelcomeHomeAbhinandan: অভিবাদন অভিনন্দন ! দীর্ঘ অপেক্ষা শেষে ঘরে ফিরল ঘরের ছেলে !

Bangla Editor | News18 Bangla | 01:15:17 PM IST Mar 02, 2019

অপেক্ষা করছিল ভারতের মাটি। রূদ্ধশ্বাস মুহূর্ত পেরিয়ে ফিরল ঘরের ছেলে। আটারি সীমান্তে তখন উৎসবের মেজাজ। দেশ জানাল অভিনন্দন । অন্ধকার চিরে আলো জ্বালালেন তিনি। সব বাধা-বিপত্তি তুড়িতে উড়িয়ে পা রাখলেন বৃষ্টি ভেজা মাটিতে। ভারত বলল অভিনন্দন। সকাল গড়িয়ে বিকেল। বিকেল গড়িয়ে অন্ধকার নামল ওয়াঘা-আটারি সীমান্তে। চোখের পলক ফেলছিল না দেশ। অবশেষে ফুরোল দীর্ঘ অপেক্ষা, ঘরে ফিরল ঘরের ছেলে !

লেটেস্ট ভিডিও