Narendra Modi Convoy Stopped in Punjab: কৃষকদের অবরোধে কুড়ি মিনিটে আটকে থাকল নরেন্দ্র মোদির কনভয়, দেখুন ভিডিও

Bangla Digital Desk | News18 Bangla | 12:14:59 AM IST Jan 06, 2022

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নিরাপত্তায় বড়সড় গলদের অভিযোগ৷ পঞ্জাব সফরে গিয়ে ভাটিন্ডা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে হুসেইনওয়ালার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল নরেন্দ্র মোদির (Narendra Modi Convoy Stopped in Punjab)৷ কিন্তু আবহাওয়া খারাপ থাকায় প্রধানমন্ত্রীর হেলিকপ্টার সফর বাতিল হয়৷ বদলে প্রায় দু' ঘণ্টার দূরত্বের সড়ক পথ ধরেই রওনা দেয় প্রধানমন্ত্রীর কনভয়৷ কিন্তু  হুসেইনওয়ালার গন্তব্যস্থলের তিরিশ কিলোমিটার আগে একটি উড়ালপুলের উপরে আচমকা কৃষকদের অবরোধের জেরে আটকে যায় নরেন্দ্র মোদির কনভয়৷ অবরোধের জেরে প্রায় ১৫ থেকে ২০ মিনিট উড়ালপুলের উপরেই আটকে থাকেন প্রধানমন্ত্রী৷ এর পর তাঁর কনভয় ফিরে যায়৷ ঘটনাকে ঘিরে কেন্দ্রের সঙ্গে পঞ্জাব সরকারের তীব্র চাপানউতোর শুরু হয়েছে৷ বাদানুবাদে জড়িয়েছে বিজেপি এবং কংগ্রেসও৷

লেটেস্ট ভিডিও