Unesco | Durga Puja: বড়দিনের আগেই বাঙালির বড়দিন! দুর্গাপুজোকে ইউনেসকোর স্বীকৃতি

Bangla Digital Desk | News18 Bangla | 08:21:10 PM IST Dec 16, 2021

বাঙালির জন্য গর্বের খবর। ইউনেস্কোর তালিকায় স্থান পেল বাঙালির প্রধান উত্সব দুর্গাপুজো (Unesco | Durga Puja)। ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে দুর্গাপুজোকে (Unesco | Durga Puja)। ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ব্রাজিল,বলিভিয়ার মতো বিশ্বের মাত্র ৬ দেশের উৎসব এখনও পর্যন্ত UNESCO-র স্বীকৃতি পেয়েছে। এবার সেই তালিকায় যোগ হল দুর্গাপুজো (Unesco | Durga Puja)।

লেটেস্ট ভিডিও