বৃহস্পতিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে উদ্ধব ঠাকরে শপথ নেবেন৷ উদ্ধবের শপথে থাকতে পারেন সনিয়া গান্ধি৷ কাল সন্ধে ৬টা ৩০ মিনিটে শিবাজি পার্কে শপথ নেবেন উদ্ধব৷ এই প্রথম ঠাকরে পরিবারের কেউ মসনদে বসছেন৷ বুধবার সকালে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন উদ্ধব৷ কাল শপথ উপমুখ্যমন্ত্রী জয়ন্ত পাতিল ও বালা সাহেব থোরাটেরও৷ শপথের ৭ দিনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে জোটকে৷