CCTV ফুটেজ: প্রভুকে বাঁচাতে কোবরার সঙ্গে লড়াই করে মৃত কুকুর, দেখুন...

Bangla Editor | News18 Bangla | 10:19:52 PM IST Feb 22, 2020

কুকুর যে মানুষের প্রকৃত বন্ধু, সকলেরই জানা৷ ওডিশার খড়ধার একটি ঘটনা আবারও তা প্রমাণ করল৷ প্রভু ও তাঁর পরিবারকে বিষধর সাপ থেকে বাঁচাতে নিজেই জীবন দিয়ে দিল দুটি কুকুর৷ তবে সাপটিকেও বাঁচতে দেয়নি তারা৷ সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই লড়াই৷ শুক্রবার রাতের ঘটনা৷ একটি বিশাল কোবরা একটি বাড়িতে ঢোকার চেষ্টা করছিল৷ উঠোনে তখন ওই ব্যক্তি ও তাঁর পরিবার গল্প করছেন৷ কুকুর দুটি দেখতে পায় কোবরাটিকে৷ ঝাঁপিয়ে পড়ে৷ কোবরাটি ছোবল মারে কুকুর দুটিকে৷ কুকুরগুলিও কামড়ে ছিঁড়ে দেয় সাপটিকে৷ বিষধর ছোবলে অচিরেই নীল হয়ে যায় কুকুরটির দেহ৷ কোবরাটিও বাঁচেনি৷

লেটেস্ট ভিডিও