Kalyan Banerjee: ফ্ল্যাটের ছাদ চুঁইয়ে জল পড়ছে, বালতি নিয়ে বসে তৃণমূল সাংসদ, দেখুন ভিডিও

Bangla Editor | News18 Bangla | 09:15:40 PM IST Jul 19, 2021

দিল্লিতে বেহাল অবস্থা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাটের৷ পরিস্থিতি এমনই যে বৃষ্টিতে ছাদ চুঁইয়ে জল পড়ছে৷ জল আটকাতে ঘরের মধ্যে বালতি নিয়ে বসে থাকতে হচ্ছে শ্রীরামপুরের তৃণমূল সাংসদকে৷ অভিযোগ, মাত্র দু' বছর আগে সাংসদদের জন্য তৈরি অধিকাংশ ফ্ল্যাটগুলিরই অবস্থা এমন৷  ২০১৯ সালে লোকসভা নির্বাচনের পর রাষ্ট্রপতি ভবন সংলগ্ন নর্থ অ্যাভিনিউতে সাংসদদের জন্য ৩৬টি ফ্ল্যাট তৈরি করা হয়েছিল৷ আবাসন মন্ত্রকের অধীনস্থ জন কারিগরি বিভাগ এই ফ্ল্যাট গুলি তৈরি করেছিল৷ এই আবাসনের উদ্বোধন করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নতুন তৈরি ফ্ল্যাটের এমন অবস্থা কেন, তার সিবিআই তদন্তে চেয়ে লোকসভার অধ্যক্ষকেও চিঠি দিয়েছেন তৃণমূল সাংসদ৷

লেটেস্ট ভিডিও