Haryana Jind Accident CCTV Footage: হরিয়ানার জিন্দে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা ! সিসিটিভি ফুটেজ দেখলে আঁতকেই উঠতে হয়

Bangla Digital Desk | News18 Bangla | 08:01:38 PM IST Sep 28, 2021

জিন্দ, হরিয়ানা: হরিয়ানার জিন্দ জেলায় সম্প্রতি একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার সিসিটিভি ফুটেজের ভিডিও ভাইরাল হয়েছে ৷ এমন দুর্ঘটনার দৃশ্য আগে কেউ কখনও দেখেছেন কী না সন্দেহ ৷ জিন্দের পুরনো বাস ডিপোর সামনে এই দুর্ঘটনাটি ঘটে ৷ রাস্তার ধারে গাড়ি থামার পর এক ব্যক্তি নিজের ব্যাগ রাখছিলেন পিছনে ৷ সেইসময়ে পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারে আরেকটি গাড়ি ৷ দুর্ঘটনা কতটা ভয়াবহ তা ভিডিওটিতেই স্পষ্ট ৷

লেটেস্ট ভিডিও