Swami Vivekananda: হাথরসের ইতিহাসে লুকিয়ে আছে বিবেকানন্দের ত্য়াগের ছায়া

Bangla Digital Desk | News18 Bangla | 10:48:28 PM IST Feb 07, 2022

হাথরসের নাম শুনলেই এখনও শিউরে উঠি আমরা। ভেসে ওঠে দলিত মেয়েটির সেই নৃশংস গণধর্ষণ আর মৃত্য়ুর কাহিনি। কিন্তু এর বাইরেও আরও এক হাথরস আছে। যে হাথরস ত্য়াগের। ১৮৮৭ সাল। স্বামী বিবেকানন্দ ঘুরতে ঘুরতে এসে পৌঁছলেন মথুরা থেকে বৃন্দাবন। তারপর কাশী। পথেই এসেছিলেন হাথরস। বিদায়বেলায় চোখে জল এসেছিল স্টেশন মাস্টারের।

লেটেস্ট ভিডিও