Sikkim Car Accident: সিকিমে লাচুং থেকে ফেরার সময় গাড়ি দুর্ঘটনা, মৃত ৬! দেখুন

Bangla Digital Desk | News18 Bangla | 05:24:11 PM IST May 29, 2022

গাড়ি দুর্ঘটনায় মৃত ৫ পর্যটক। সঙ্গে মৃত্যু হয়েছে গাড়ির চালকেরও। উত্তর সিকিমের খেদুংয়ে ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। জানা গিয়েছে, পাহাড়ি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় পর্যটকবোঝাই গাড়িটি। রবিবার সকালে সেনাবাহিনী, স্থানীয় পুলিশ এবং বাসিন্দারা উদ্ধারকার্যে হাত লাগায়। ৬টি মৃতদেহ উদ্ধার হয়েছে। দেহগুলো আনা হচ্ছে গ্যাংটকে। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটে। (Sikkim Car Accident)

লেটেস্ট ভিডিও