News18-এর ক্যামেরার সামনেই ভক্তদের দক্ষিণা নিলেন সাধ্বী প্রজ্ঞা– News18 Bengali

News18-এর ক্যামেরার সামনেই ভক্তদের দক্ষিণা নিলেন সাধ্বী প্রজ্ঞা

11:12:06 PM IST Apr 22, 2019 | News18 Bangla
  • ইন্টারভিউ চলছে। সামনে নিউজ এইটিনের ক্যামেরা। তা মনে হয় খেয়াল করেননি ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা। এরমধ্যেই ভক্তরা আসছেন। প্রজ্ঞা তখন আঁচল পেতে। প্রণামের পর দক্ষিণা পড়ছে তাঁর আচলে৷ হঠাৎ খেয়াল পড়েছে ক্যামেরার দিকে৷ রেকর্ড ততক্ষণে হয়ে গিয়েছে। আর তাতেই বিপাক বেড়েছে বিজেপি’র। যদিও প্রজ্ঞার তাতে কোনও ভ্রুক্ষেপ নেই। কারণ, ভোপাল কেন্দ্রে তাঁর নাম ঘোষণার পর থেকেই বিতর্কের নাম সাধ্বী প্রজ্ঞা। যাঁর ঢাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি সভাপতি অমিত শাহ।

লেটেস্ট ভিডিও