corona virus btn
corona virus btn
Loading

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে প্ল্যাটফর্মে পড়লেন যুবক, আরপিএফ কনস্টেবলের তৎপরতায় বাঁচলেন প্রাণে

Bangla Editor | News18 Bangla | 10:28:39 PM IST Jun 24, 2019

চলন্ত ভদ্রক-ভুবনেশ্বর এক্সপ্রেস থেকে নামতে গিয়ে প্ল্যাটফর্মে পড়ে গিয়েছিলেন বছর ২৪ এর যুবক নাজির মালিক । ঘটে যেতেই পারত মারাত্মক  দুর্ঘটনা। তবে RFP কনস্টেবল এন বি রাওয়ের তৎপরতায় প্রাণে বাঁচলেন যুবক । সঙ্গে সঙ্গেই যুবককে টেনে তোলেন তিনি । সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে রুদ্ধশ্বাস মুহূর্ত । সাহসীকতার জন্য প্রশংসা কুড়িয়েছেন ওই কনস্টেবল।

লেটেস্ট ভিডিও