Rahul Gandhi News: ২ বছরের জেলের সাজা রাহুল গান্ধির! কী করেছেন কংগ্রেস নেতা? দেখুন সেই ভিডিও

Bangla Digital Desk | News18 Bangla | 02:31:19 PM IST Mar 23, 2023

রাহুল গান্ধিকে ২ বছরের জেলের সাজা গুজরাতের সুরাটের একটি আদালতের। মোদি পদবী নিয়ে বিতর্কিত মন্তব্য তিনি করেছিলেন বলে অভিযোগ। আইন অনুযায়ী কোন ব্যক্তি দু'বছর বা তার বেশি সময়ের জন্য সাজা প্রাপ্ত হলে ওই ব্যক্তির সাংসদ অথবা বিধায়ক পদ তৎক্ষণাৎ খারিজ হয়ে যায়। আগামী ছয় বছর তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারবেন না। রাহুল গান্ধির ক্ষেত্রে সুরাট জেলা আদালত তাঁকে দু বছরের সাজা ঘোষণা করলেও উচ্চ আদালতে আবেদন করার জন্য ৩০ দিন সময় দিয়েছে। সেই সঙ্গে আদালত এ বিষয়ে জামিনও দিয়েছে তাঁকে।

লেটেস্ট ভিডিও