ভারতের মাটি ছোঁবে রাফাল, আম্বালায় ১৪৪ ধারা, দেখুন ভিডিও

Bangla Editor | News18 Bangla | 12:29:26 PM IST Jul 29, 2020

দীর্ঘ ৭ হাজার কিমি পথ পেরিয়ে আজ অর্থাত্‍ বুধবার ভারতে আসছে ৫টি রাফাল যুদ্ধবিমান৷ হরিয়ানার আম্বালায় বায়ুসেনার বিমানঘাঁটিতে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ কোনও রকম ছবি তোলা, ভিডিও করায় জারি করা হয়েছে নিষেধাজ্ঞা৷ বিমান ঘাঁটির ৩ কিমি রেডিয়াসের মধ্যে কোনও ব্যক্তিগত ড্রোনও আকাশে ওড়ানো যাবে না বলে বাসিন্দাদের জানিয়ে দিয়েছে আম্বালা জেলা প্রশাসন৷

লেটেস্ট ভিডিও