Puri Howrah Vande Bharat Express: পুরী-হাওড়া বন্দে ভারতে বিদ্যুৎ বিভ্রাট, ভয়ানক বিপাকে যাত্রীরা

Bangla Digital Desk | News18 Bangla | 11:08:58 PM IST May 21, 2023

বাঙালির সাধের পুরী। হাওড়া থেকে বন্দে ভারতে মাত্র সাড়ে ছ’ঘণ্টায় সমুদ্র সৈকতে। কিন্তু সেই হাওড়া পুরী বন্দে ভারতে বড় বিপত্তি। পুরী থেকে হাওড়া আসার পথে প্রবল ঝড়-বৃষ্টি। গাছের ডাল পড়ে ভাঙল উইন্ডস্ক্রিন, প্যান্টোগ্রাফ। বিদ্যুৎহীন বন্দে ভারত। জাজপুরের কাছে বৈতরণী নদীর ব্রিজে আটকে ট্রেন। ভদ্রক আসার আগে ওড়িশার বৈতরণী রোড স্টেশনে প্রবল ঝড়বৃষ্টির মুখে পড়ে বন্দে ভারত এক্সপ্রেস। যাত্রীরা চরম হয়রানিতে।

লেটেস্ট ভিডিও