মহারাষ্ট্রের রাজনৈতিক সঙ্কট ও রাষ্ট্রপতি শাসনের আবহেই রাজ্যসভায় দাঁড়িয়ে শরদ পাওয়ারের এনসিপি-র প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ একই সঙ্গে প্রশংসা করলেন বিজেডি-রও৷ তাঁর কথায়, 'ওয়েলে নেমে বিক্ষোভ না-দেখানোর সিদ্ধান্ত নিয়েছে এনসিপি ও বিজেডি৷ এই সিদ্ধান্তে দু দলের রাজনৈতিক ক্ষতি হয়নি৷ সব দলের এই শৃঙ্খলা শেখা উচিত৷ আমাদের দলেরও এই শৃঙ্খলা শেখা প্রয়োজন৷' সোমবার রাজ্যসভায় ঐতিহাসিক ২৫০তম অধিবেশন উপলক্ষ্যে ভাষণে গণতন্ত্রের গর্বিত মুহূর্ত বললেন মোদি৷ রাজ্যসভাকে ভারতের 'যুক্তরাষ্ট্রীয় কাঠামোর আত্মা' আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'দেশের উন্নয়নে রাজ্যসভার গুরুত্ব অনেক৷ দেশের অনেক ঐতিহাসিক দিনের সাক্ষী রাজ্যসভা৷ ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তও এই রাজ্যসভাতেই হয়েছে৷ জিএসটি, তিন তালাক বিল পাস হয়েছে রাজ্যসভায়৷ বহু ঐতিহাসিক বিল পাস হয়েছে রাজ্যসভায়৷ এই ব্যবস্থায় দেশ উপকৃত হয়েছে৷ সংসদের স্থায়িত্ব ও বৈচিত্র ভারতের শক্তি৷ নির্বাচনে না-লড়ে নিজ নিজ ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিত্বদের অভিজ্ঞতাকে সম্মান জানানোর জায়গা রাজ্যসভা৷'