ব্যস্ত রাস্তায় ছুটছে চোর, পিছনে পুলিশ! জিতল কে, দেখুন ভিডিও

Bangla Editor | News18 Bangla | 09:27:47 PM IST May 24, 2021

ব্যস্ত রাস্তা ধরে প্রাণপণে ছুটছে এক চোর৷ তার নাগাল পেতে ততধিক মরিয়া হয়ে ছুটছেন পুলিশকর্মীরা৷ ঠিক যেন সিনেমার দৃশ্য৷ কিন্তু বাস্তবে এমনই দৃশ্যের সাক্ষী থাকল অসমের নওগাঁও৷ শেষ পর্যন্ত অবশ্য চোরকে ধরে ফেলে বাজিমাত করলেন পুলিশকর্মীরাই৷ সোমবার অসমের নওগাঁও সদর থানায় ১৭ জন অপরাধীকে নিয়ে সাংবাদিক বৈঠক করছিল পুলিশ৷ সাংবাদিক বৈঠক শেষ হতেই পুলিশ নজর এড়িয়ে পালানোর চেষ্টা করে পাপ্পু হাজারিকা নামে এক কুখ্যাত চোর এবং মাদক পাচারকারী৷ গতকালই তাকে গ্রেফতার করেছিল পুলিশ৷ থানা থেকে ছুটে বেরিয়ে রাস্তা ধরে ছুটতে শুরু করে পাপ্পু৷ সঙ্গে সঙ্গে তাকে ধাওয়া করেন পুলিশকর্মীরা৷ শেষ পর্যন্ত অবশ্য কিছুটা দৌড়েই পাপ্পুকে ধরে ফেলেন এক পুলিশকর্মী৷

লেটেস্ট ভিডিও