Narendra Modi: খুদের সঙ্গে গানে তাল দিলেন মোদি, বার্লিনের ভিডিও শেয়ার করলেন প্রধানমন্ত্রী

Bangla Digital Desk | News18 Bangla | 09:36:42 PM IST May 02, 2022

#বার্লিন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার্লিন সফরের একটি ভিডিও শেয়ার করেছেন ফেসবুকে। কিন্তু তা কোনও বৈদেশিক নীতি বিষয় সভা বা বৈঠকের ভিডিও নয়, নির্ভেজাল একটি গানের ভিডিও। সেখানে গানের তালে একেবারে অন্য মুডে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। বার্লিনের প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাতের সময় প্রবাসীরা খুদেরা একাধিক উপহার তুলে দেন মোদির হাতে। সেই ভিড়ের মধ্যেই একটি শিশু গেয়ে ওঠে একটি দেশাত্মবোধক গান। আর সেই গান শুনেই দাঁড়িয়ে পড়েন মোদি। গানের তালে তুড়ি দিয়ে উৎসাহও দেন।

লেটেস্ট ভিডিও