MP Fire: মধ্যপ্রদেশের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত অন্তত ১০, আহত বহু

Bangla Digital Desk | News18 Bangla | 07:07:40 AM IST Aug 02, 2022

#মধ্যপ্রদেশ, জব্বলপুর: মধ্যপ্রদেশের জব্বলপুরে একটি বেসরকারি হাসপাতালে বিধ্বংসী আগুন, অন্তত ১০ জনের মৃত্যু, শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী গুরুতর আহত হয়েছেন অন্তত ১২ জন। জানা গিয়েছে, সোমবার দুপুরে হাসপাতালে আগুন লাগে। অগ্নিকাণ্ডে প্রথমে পাঁচজন রোগী এবং তিন জন হাসপাতাল কর্মীর মৃত্যুর খবর সামনে আসে, পরে মৃতের সংখ্যা বেড়ে দাড়ায় ১০-এ। গুরুতর জখম হয়েছেন আরও অন্তত ১২ জন। জখম ব্যক্তিদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। বিকেলের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

লেটেস্ট ভিডিও