‘‘এ বার তোর মরা গাঙে...’’, আজ ধর্নার দ্বিতীয় দিনে মঞ্চে গান ধরলেন মমতা

Bangla Digital Desk | News18 Bangla | 05:23:14 PM IST Mar 30, 2023

কলকাতা: বৃহস্পতিবার শুরু হল রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার দ্বিতীয় দিন। সকাল ৯টায় ধর্না মঞ্চে এলেন মমতা। মমতার ধর্না মঞ্চে এসে তাঁকে গিটার বাজিয়ে গান শোনাচ্ছেন ছাত্র-যুবরা। মুখ্যমন্ত্রীও গলা মেলাচ্ছেন তাঁদের সঙ্গে। মাইক নিয়ে তাঁকে গাইতে শোনা গেল, ‘‘বাংলার মাটি...’’। তার পর ধরলেন, ‘‘এ বার তোর মরা গাঙে...’’। মঞ্চে গিটার বাজিয়ে গান গাওয়া যুব তৃণমূলের সদস্যদের। মুখ্যমন্ত্রী শোনলেন তাঁর ছাত্রজীবনের রাজনীতির কথা।

লেটেস্ট ভিডিও