corona virus btn
corona virus btn
Loading

জঙ্গলে কুকুরের তাড়া খেয়ে পিছিয়ে গেল সিংহ ! দৃশ্য দেখে হতবাক সকলে

Bangla Editor | News18 Bangla | 04:25:09 PM IST Jan 10, 2021

গির অভয়রণ্যের আশ্চর্যজনক ছবি ক্যামেরায় ধরা পড়েছে। বনের কুকুর লড়াই করছে সিংহের সঙ্গে।গির অরণ্যে জঙ্গল সাফারিতে আসা পর্যটকরা সিংহের খোঁজ করছিলেন। দেখাও মিলল সিংহের এবং তার দিকেই তাক করা ছিল ক্যামেরা। তার মধ্যেই এসে উপস্থিত এক কুকুর। সিংহ গর্জন করে তাকে পিছনে ঠেলে দেওয়ার চেষ্টা করল। তবে কুকুরটি পিছনে থাকার পাত্র নয়। তেড়ে গেল সিংহের দিকে। কুকুরটি সিংহকেও আক্রমণ করায়, কিছুটা পিছু হটল বনের রাজা। এই দৃশ্যে দেখে খুব মজা পেলেন পর্যটকরা। পুরো দৃশ্য ক্যামেরায় বন্দি করলেন তাঁরা।

লেটেস্ট ভিডিও