corona virus btn
corona virus btn
Loading

বাড়ির চালে হিংস্র কুমির, জলের তলায় হাম্পি, দেখুন কী অবস্থা বন্যায়

Bangla Editor | News18 Bangla | 11:28:49 AM IST Aug 13, 2019

বন্যা আরও ভয়াবহ আকার নিয়েছে কেরালা, কর্নাটক, মহারাষ্ট্র ও গুজরাতে৷ প্রবল বৃষ্টি ও বন্যায় কেরালায় মৃতের সংখ্যা বেড়ে হল ৮৮৷ কর্নাটকে মৃতের সংখ্যা ৪৮৷ পরিস্থিতি খুব খারাপ৷ কেরালা, কর্নাটক, মহারাষ্ট্র ও গুজরাত মিলিয়ে বন্যায় মৃতের সংখ্যা সরকারি হিসেবে ২০০ ছাড়িয়ে গিয়েছে৷ বহু মানুষ এখনও নিখোঁজ৷ কর্নাটকে ২ হাজার ৮০০টি গ্রাম জলের তলায়৷ ৪০, ৫২৩টি বাড়ি ভেসে গিয়েছে বন্যায়৷ ১ হাজার ২২৪টি ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন ৬ লক্ষের বেশি মানুষ৷

লেটেস্ট ভিডিও