Katni tunnel Accident: চোখের সামনে ভেঙে পড়ল নির্মীয়মাণ টানেল! মধ্য প্রদেশে ভয়াবহ দুর্ঘটনা..

Bangla Digital Desk | News18 Bangla | 08:14:54 PM IST Feb 13, 2022

ভোপাল: হুড়মুড় করে ভেঙে পড়ল নির্মীয়মাণ টানেল (Katni tunnel Accident)। রবিবারের সকালে Madhya Pradesh-এ ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। নির্মীয়মাণ টানেল থেকে উদ্ধার ৭ শ্রমিক (Katni tunnel Accident)। প্রথমে আটকে পড়েছিলেন ৯ জন। উদ্ধার কার্যে নেমেছে বিপর্যয় মোকাবিলা দফতর। জানুন বিশদে।

লেটেস্ট ভিডিও