৪০০ বছর পর আজ রাতের আকাশে পাশাপাশি বৃহস্পতি-শনি! 'মহাসংযোগ' দেখার অপেক্ষায় বিশ্ববাসী

Bangla Editor | News18 Bangla | 01:13:55 PM IST Dec 21, 2020

২০২০ সাক্ষী থেকেছে একাধিক মহাজাগতিক ঘটনার৷ কখনও সূর্যগ্রহণ, তো কখনও চন্দ্রগ্রহণ৷ মহাকাশ কিন্তু আপন খেলায় মত্ত৷ আর কয়েকঘণ্টা পরেই চলতি বছরের অন্যতম বিরল এক অসাধারণ মহাজাতিক ঘটনা দেখা যাবে৷ ৮০০ বছর পর পৃথিবী থেকে এই কাছে দেখা মিলবে দুই গ্রহের। অপেক্ষায় বিশ্ববাসী।

লেটেস্ট ভিডিও