Indian Railways : ট্রেনে উচ্চস্বরে ফোনে কথা নয়! ভারতীয় রেলের শিষ্টাচার নির্দেশিকায় একাধিক নিয়ম, দেখুন ভিডিও

Bangla Digital Desk | News18 Bangla | 11:21:26 AM IST Jan 21, 2022

ভারতীয় রেলে এবার শিষ্টাচার নির্দেশিকা। ট্রেনে উচ্চস্বরে ফোনে কথা বলা না। ট্রেনে উচ্চস্বরে গান বাজানো যাবে না। রাত ১০ টার পরে ট্রেনে উচ্চস্বরে কথা নয়। রাত ১০ টার পরে কামরায় আলো নেভাতে হবে। নজরদারিতে টিকিট পরীক্ষক, RPF, ক্যাটারিং, Electrical ও Mechanical কর্মীরা থাকবেন। রেল কর্মীদের নম্র, কৌশলী হতে হবে।

লেটেস্ট ভিডিও