corona virus btn
corona virus btn
Loading

উল্টে গিয়েছে হাওড়া-নিউদিল্লিগামী পূর্বা এক্সপ্রেসের ১২টি বগি, দেখুন সেই ভয়াবহ ভিডিও

Bangla Editor | News18 Bangla | 09:56:57 AM IST Apr 20, 2019

কানপুরের রুমা স্টেশনে লাইনচ্যুত হাওড়া-নিউদিল্লিগামী পূর্বা এক্সপ্রেসের বারোটি বগি। তার মধ্যে চারটি বগি সম্পূর্ণ উলটে গেছে।দুর্ঘটনায় কুড়িজন যাত্রী আহত হন। সাতজনের আঘাত গুরুতর। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। LHB কোচ হওয়ায় আহতের সংখ্যা কম। হাওড়ায় হেল্প লাইন নম্বর খোলা হয়েছে। পূর্বা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় নিউদিল্লি-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছে রেল মন্ত্রক।

লেটেস্ট ভিডিও